ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু শুক্রবার

স্পোর্টস করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু শুক্রবার

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লীগের ২০১৪-১৫ মৌসুমের খেলা শুক্রবার (১০ এপ্রিল) থেকে মাঠে গড়াচ্ছে। এবারের লীগে মোট ১২টি দল অংশ নিচ্ছে।

ম্যাচগুলো হবে ৪০ ওভারের। তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ম্যাচের ভেন্যুগুলো হল: ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও বিকেএসপির ৩-৪ নং মাঠ।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে (আবাহনী মাঠ) উদ্বোধনী ম্যাচে শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। খেলা শুরু হবে সকাল ৯টায়।

একই দিনে অপর ম্যাচে বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে রুপালী ব্যাংক ক্রিড়া পরিষদের বিপক্ষে খেলবে আনসার ও ভিডিপি।

আবাহনী মাঠে সকাল সাড়ে ৮টায় প্রিমিয়ার লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের স্ত্রী মিসেস রোকসানা হাসান।
 
এবারের লীগে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে:
গ্রুপ ‘এ’: মোহামেডান স্পোর্টিং ক্লাব, আনসার ও ভিডিপি, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, জহুরুল ইসলাম সিটি ক্রিকেট ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।

গ্রুপ ‘বি’: আবাহনী লিমিটেড, এভি স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যান সমিতি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ও রায়ের বাজার অ্যাথলেটিক।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।