ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০১৫ বিশ্বকাপে কোন দল কী পাচ্ছে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
২০১৫ বিশ্বকাপে কোন দল কী পাচ্ছে

বিশ্বমঞ্চের ৬ সপ্তাহের মহাযজ্ঞ শেষ হচ্ছে রোববার। মেলবোর্নে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনালের মধ্যদিয়ে ১১তম বিশ্বকাপ আসরের পর্দা নামছে।

খেলা শেষ হয়ে যাবে আজ, কিন্তু কোন দল কী পাচ্ছেন তা কি আমরা জানি? বাংলানিউজের পাঠকদের এগিয়ে রাখতে এ বিষয়ে কিছু তথ্য দেওয়া হল

২০১১ বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপে পুরস্কারের টাকা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। বিজয়ী দল ৪.৩ মিলিয়ন ডলার পাবে। যা বাংলাদেশি টাকায় ৩৩ কোটি ৪৮ লাখ টাকার সমান। তবে অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারলে এ পুরস্কারের টাকা ৪.৬ মিলিয়ন বা ৩৫ কোটি ৮২ লাখ টাকার সমান।

এ বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনাল খেলছে নিউজিল্যান্ড। আর তাই কিউইদের সামনেই সুযোগ রয়েছে এ পুরস্কার পাওয়ার। যদি তারা চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাতে পারে।

আইসিসি সূত্রে জানা যায়, এ বিশ্বকাপের মোট ব্যয় ধরা হয়েছে ১১ মিলিয়ন ডলার, যা ২০১১ বিশ্বকাপের চেয়ে ২০ ভাগ বেশি। ২০১১ বিশ্বকাপ যৌথভাবে আয়োজক ছিলো ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আর এর মোট ব্যয় ছিল ৯.২ মিলিয়ন ডলার।

ফাইনালে যে দল হারবে সে দল পাবে ২ মিলিয়ন ডলার, আর সেমিফাইনালে যে দুই দল হেরেছে (ভারত এবং দক্ষিণ আফ্রিকা) উভয় দলই পাবে ৬ লাখ ৯২ হাজার ডলার।

কোয়ার্টার ফাইনালে যে চার দল হেরেছে তারা (বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা) প্রত্যেকে ৩ লাখ ৪৬ হাজার ডলার পাবে। এছাড়া গ্রুপ পর্বের সেরা দল পাবে ৫২ হাজার ডলার।

আর যে ৬টি দল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছেন তারাও প্রাইজমানি পাবেন ৪০ হাজার ডলার।

বিশ্বকাপ শুরুর আগে দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এসব সিন্ধান্ত নেওয়া হয়। ২০১৫ বিশ্বকাপের আসর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলে ২৯ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।