ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারাইনের গুরুত্ব বোঝালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
নারাইনের গুরুত্ব বোঝালেন সাকিব ছবি: (ফাইল ফটো)

ঢাকা: সুনীল নারাইনের বোলিং অ্যাকশন বৈধ হিসেবে বিবেচিত হওয়ায় স্বস্তি ফেরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কেকেআর’র তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, নারাইন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

তাকে ছাড়া ম্যাচের পরিকল্পনা সাজানো কঠিন।

গতকাল (রোববার) নারাইনের ওপর থেকে অবৈধ বোলিং অ্যাকশনের তকমাটা উঠিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে, আইপিএলের এ আসরে ক্যারিবীয়ান স্পিনারের বোলিং করতে আর বাধা থাকল না।

সাকিব বলেন, ‘নারাইনের বিষয়টি নিয়ে দলের সবাই উদ্বিগ্ন ছিল। বোলিং অ্যকশনের ছাড়পত্র পাওয়াটা অবশ্যই একটি বড় খবর। দলের পরিকল্পনায় সে অপরিহার্য। প্রতিটি ম্যাচেই সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ’

উল্লেখ্য, ৮ এপ্রিল (বুধবার) আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। অপ্রীতিকর কিছু না ঘটলে শাহরুখ খানের দলের হয়ে মাঠে নামবেন ২৬ বছর বয়সী নারাইন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।