ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

২০ ওভারে বোলিং করলেন ১১ জনই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
২০ ওভারে বোলিং করলেন ১১ জনই

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিরল এক কীর্তি গড়ে ফেলল দিল্লি। মণিপুরের বিপক্ষে আজ ২০ ওভারের ম্যাচে বোলিং করেছেন তাদের ১১ জন ক্রিকেটার।

টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোনো ইনিংসে দলের সব খেলোয়াড়ই বোলিং করলেন। এর আগে ১১ জন তো দূরের কথা ১০ জন বোলারও ব্যবহার করেনি কোনো দল।  

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় মণিপুর। ১১ জন বোলার ব্যবহার করেও তাদের অলআউট করতে পারেনি দিল্লি। তবে খুব একটা বড় সংগ্রহও করতে পারেনি মণিপুর। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করেছে তারা। পরে যশ ধুলের অপরাজিত ৫৯ রানে সেই লক্ষ্য ৯ বল ও ৪ উইকেট হাতে রেখে পাড়ি দেয় দিল্লি।  

এর আগে দিল্লির হয়ে এক্ ওভার করে বোলিং করেন আরিয়ান রানা, হিম্মাত সিং, প্রিয়াংশ আরিয়া, ধুল ও অনুজ রাওয়াত। আরিয়া বাদে কেউই অবশ্য উইকেট পাননি। অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে থাকা আয়ুশ বাদোনি ২ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। দুই ওভার করে বোলিং করেন আখিল চৌধুরী ও আয়ুশ সিং। এছাড়া হার্শ ত্যাগী, দিগবেশ রাথি ও মায়াঙ্ক রাওয়াত তিন ওভার করে বোলিং করেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।