ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইতি, সালমার শতকে মোহামেডানের বিশাল জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
ইতি, সালমার শতকে মোহামেডানের বিশাল জয়

ঢাকা: মহিলা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ধানমন্ডি মাঠে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ৩১৬ রানের বিশাল ব্যবধানে।

ইতি মন্ডল ও সালমা খাতুন দু’জনই শতক হাঁকিয়েছেন।

মোহামেডানের দেয়া ৩৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৩ রানে গুটিয়ে যায় ওরিয়েন্ট। ওরিয়েন্টের কোনো ব্যাটসম্যানের স্কোর ডাবল ফিগারে পৌঁছাতে দেননি মোহামেডান বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ পাঁচ রান করেন দিলারা আক্তার। সর্বোচ্চ ১৩ রান আসে অতিরিক্ত থেকে।

মোহামেডানের রুমানা আহমেদ তিনটি ও তাহিন তাহেরা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন আশা রানী ও সালমা খাতুন।

এর আগে সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামে মোহামেডান। ইতি মন্ডল ও সালমা খাতুনের সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৪৯ রানের পাহাড়সম স্কোর গড়ে মোহামেডান। ইতি মন্ডল ১২২ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। মোহামেডান অধিনায়ক সালমা খাতুন মাত্র ৮৬ বলে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। কোনো ছয় হাঁকাতে না পারলেও তার ইনিংসে ছিল ২৬টি চারের মার।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সালমা খাতুন।

দিনের অপর ম্যাচে আনসার ও ভিডিপি দলকে ১৪০ রানে হারিয়েছে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে ৪০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৪ রান করে সাথিরা জাকির জেসির দল।

জবাবে ৩৩.৪ ওভারে ৭৪ রানে গুটিয়ে যায় আনসার ও ভিডিপি। সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাথিরা জাকির।

৭৮ বলে ৯০ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রুপালী ব্যাংকের লতা মন্ডল।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।