ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘এ সংবর্ধনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
‘এ সংবর্ধনা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কাঠফাটা রোদ। এই রোদকেই উপেক্ষা করে দুপুর আড়াইটা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্থাপিত মঞ্চের আশপাশে নামে শিশু-কিশোর-তরুণ-তরুণীসহ সর্বস্তরের জনতার ঢল।

সুরের মূর্ছনায় তাদের মাতিয়ে রাখছিলেন নেমেসিস, ক্রিপটিক ফেইট ও মাইলস ব্যান্ডের শিল্পীরা। কিন্তু সবারই নিষ্পলক অপেক্ষা সেই নায়কদের জন্য, যারা ভারত ও প্রশান্ত মহাসাগর বুকের দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাংলাদেশের নামে লিখে এসেছেন অমর কাব্য। অবশেষে মধুর অপেক্ষার সমাপ্তি হয় বিকেল ৫টায়।

৫টা বাজতেই মঞ্চে ওঠেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তারপর মঞ্চে আসেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান। তিনি একে একে ডাকতে শুরু করেন সেই নায়কদের। শফিউল ইসলাম থেকে শুরু করে একে একে মঞ্চ আলোকিত করেন আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, আরাফাত সানি, মমিনুল হক, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাসির হোসেন, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সবশেষে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করে দেশের মানুষকে জয়োল্লাসে মাতানো টাইগারদের মঞ্চে আগমনে চলতে থাকে মুহুর্মুহু করতালি, হর্ষধ্বনি, রঙিন আলো, রঙিন প্রজাপতির মতো কনফেত্তির ওড়াউড়ি।

বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কোয়ার্টার ফাইনাল খেলা টাইগার ক্রিকেটারদের গণসংবর্ধনা দিতে শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত অনুষ্ঠান যেন উৎসবে পরিণত হয়। এ উৎসবে যোগ দিয়ে টাইগারদের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় ভাসান পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশাপাশি ও হাজারো টাইগার ক্রিকেটপ্রেমী।

জনতার ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসা গ্রহণ করে কথা বলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। সংবর্ধনা দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর এই ভালোবাসা এই সংবর্ধনা আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সামনে পাকিস্তান আসছে, এরপর আরও অনেক সিরিজ আসবে। সবার ভালোবাসা সেসব খেলায় আমাদের অনুপ্রেরণা যোগাবে।

মাশরাফি বিন মুর্তুজা এসময় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিশ্বকাপ চলাকালে প্রধানমন্ত্রী ফোন করে আমাদের উৎসাহ দিয়েছেন-অনুপ্রেরণা দিয়েছেন।

টাইগার দলপতি ভক্তদের উদ্দেশে বলেন, এই ভালো সময়ে যেমন আপনাদের ভালোবাসা পাচ্ছি, তেমনি আমাদের খারাপ সময়েও পাশে থাকবেন আশা করি।

বিশ্বকাপে অনবদ্য পারফর্ম দেখানোয় ক্রিকেটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, টাইগারদের সামনে পাকিস্তান, দক্ষিণ আফিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন শক্ত প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। সাহসের সঙ্গে তাদের নৈপুণ্য অব্যাহত রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও  ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার প্রমুখ।

টাইগার ক্রিকেটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরারর্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ব্যবসায়িক কমিনিউটিসহ বিভিন্ন সংগঠন।
 
এছাড়া, তাদের ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক অধিনায়কদের পক্ষ থেকে রকিবুল হাসান, ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সালমান এফ রহমান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, সংসদ সদস্যদের পক্ষ থেকে কাজী নাবিল, ৠাবের পক্ষ থেকে মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল জিয়াউল আহসান।

টাইগারদের ফুলেল শুভেচ্ছা শেষে আতশবাজির আলোকচ্ছটায় আলোকিত হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সন্ধ্যার আকাশ।

সংবর্ধনা শেষে আবার শুরু হয় কনসার্ট। এতে সংগীত পরিবেশন করে ব্যান্ড দল অর্থহীন। সবার শেষে গান গেয়ে মঞ্চ মাতায় ওয়ারফেজ।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাব্বির রহমান। আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় আসতে পারেননি সাকিব। আর সাব্বির রহমানের বাবার অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসকে/এমএমএস/এইচএ/

** ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।