ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি মাইলফলকের পথে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সেঞ্চুরি মাইলফলকের পথে অ্যান্ডারসন জিমি অ্যান্ডারসন

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি ম্যাচ খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসন। আগামীকাল অ্যান্টিগুয়ায় দু’দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে এ মাইলফলক ছুঁবেন ডানহাতি অ্যান্ডারসন।



আর এই সিরিজের সবকটি ম্যাচ খেলতে পারলে ১০২টি টেস্ট খেলা ইংলিশ কিংবদন্তি স্যার ইয়ান বোথামের পাশে বসবেন তিনি।

বোথাম ১৯৭৭ থেকে ১৯৯২ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচে সর্বোচ্চ ৩৮৩টি উইকেট নিয়েছিলেন। এদিকে ২০০৩ সালে সাদা পোশাকে অভিষেক হওয়া ‍অ্যান্ডারসন ৯৯ টেস্টে ৩৮০টি উইকেট নিয়েছেন। তাই সর্বোচ্চ উইকেট শিকারি বোথামকে পার করার সুযোগ থাকছে অ্যান্ডারসনের সামনে।

এদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ইংলিশদের হয়ে সেরা পাঁচে আছে বর্তমান দলের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। তিনি এখন পর্যন্ত ৭৪ টেস্টে ২৬৪টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।