ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে মাহমুদুল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সিমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে মাহমুদুল্লাহ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে এক বছরের চুক্তি করেছে একটি সিমেন্ট ইন্ড্রাস্ট্রিজ। চুক্তির অংশ হিসেবে আগামী এক বছর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন জাতীয় দলের এই ক্রিকেটার।



সিমেন্ট প্রতিষ্ঠানটির প্রচারণার অংশ হিসেবে টেলিভিশন বিজ্ঞাপন, বিলবোর্ড ও প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে দেখা যাবে মাহমুদুল্লাহকে।

রোববার (১২ মার্চ) বিকেলে রাজধানীর অভিজাত একটি হোটেলে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মাহমুদুউল্লাহ রিয়াদ।   প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর সৈয়দ আবু আবেদ সাহের।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমাগো’র কর্মকর্তা কাজী সাবির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাহমুদুল্লাহ বলেন, ‘প্রতিষ্টানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আশা করি, তাদের সঙ্গে আমার পার্টনারশিপটা লম্বা হবে। ’

প্রতিষ্ঠানটির পক্ষে সৈয়দ আবু আবেদ সাহের বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমরা এমন কাউকে খুঁজছিলাম যিনি সবার চেয়ে আলাদা। বিশ্বকাপে তিনি (মাহমুদুল্লাহ) পর পর দুটি সেঞ্চুরি করেছেন। তিনি বাংলাদেশের সম্পদ। আশা করি, খেলায় যেমন তিনি বড় জুটি গড়েন, আমাদের সঙ্গে জুটিটা তেমনই হবে। ’  

হাইডেলবার্গ সিমেন্ট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চুক্তির অংশ হিসেবে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমেও অংশ নেবেন মাহমুদুউল্লাহ।

মাঠে নিজের ক্রিকেটীয় দক্ষতা ‍দিয়ে বাংলাদেশকে আরো ম্যাচ জেতাতে চান মাহমুদুউল্লাহ। আসন্ন পাকিস্তান সিরিজে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় দলের এই অপরিহার্য অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১২ এপ্রিল ২০১৫
এসকে/আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।