ঢাকা: দুর্নীতি দমনে অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশেষ করে, আইপিএল’কে বিতর্কের উর্ধ্বে রাখতেই এরকম তৎপরতা দেখানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিসিআই’র প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া।
এর আগে ২০১৩ সালে আইপিএল’র ষষ্ঠ আসরে ফিক্সিংয়ের ঘটনা ঘটে। যার প্রধান হোতা ছিলেন বিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট নারায়ণস্বামী শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন। পুরো ক্রিকেট বিশ্বে এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ডালমিয়া বলেন, ‘ক্রিকেটে প্রতারণা ও দুর্নীতিতে বিসিসিআই কোনো ছাড় দেবে না। আমাদের পূর্ণাঙ্গ দুর্নীতি দমন ইউনিট রয়েছে। এটিকে আরো শক্তিশালী করার জন্যই একজন অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়ার কথা ভাবছি। ’
নব নির্বাচিত বিসিসিআই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখতে চাই। আইপিএলকে ঘিরে এর আগে অনেক বিতর্ক হয়েছে। এখন অষ্টম আসর চলছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম না হয় সেদিকেই বেশি গুরুত্ব দিতে হবে। এজন্যই মূলত দুর্নীতি দমন ইউনিটকে আরো সুসংহত করতে চাই। ’
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘন্টা, এপ্রিল ১৫, ২০১৫
আরএম