ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচের টিকিট পেতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নির্ধারিত শাখা গুলোতে ক্রিকেট পাগল সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে সংশ্লিষ্ট কতৃপক্ষ টিকিট দিতে বিলম্ব করায় ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে ভিন্ন প্রতিক্রিয়া।
ইউসিবি ব্যাংকের রাজধানী মিরপুর শাখায় ঘুরে দেখা গেছে প্রায় কয়েক হাজার সমর্থকের লাইন। টিকিট সকালে দেয়ার কথা থাকলেও সমর্থকরা আগের রাত থেকেই লাইনে দাঁড়িয়ে ছিল। তবে ব্যাংক কতৃপক্ষ জানায় দুপুর ১টার আগে তারা টিকিট দিতে পারবেনা।
সকালে টিকিট না পাওয়ায় ধৈর্য হারিয়ে সমর্থকরা নানান স্লোগানের মাধ্যমে পরিস্থিতি গরম করে রাখেন। তবে কোন রকম বিশৃঙ্খলা এড়াতে মতায়েন করা হয়েছে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে কয়েকজন সমর্থকের মুখে শোনা গেছে টিকিট কালো বাজারির কথা। আনসার আলী নামে এক কলেজ পড়ুয়া ছাত্র জানায়, ‘আমরা গতকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। তবে এখন পর্যন্ত টিকিট দিচ্ছে না। এখানে টিকিট কালো বাজারির হতে পারে। ’
গত ১২ এপিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রির স্বত্ত পায় ইউসিবি। ১৫ এপিল থেকে ঢাকার বিজয় নগর, বসুন্ধরা, মিরপুর রোড ও মিরপুর শাখায় পাওয়া যাবে এই টিকিট। ইউক্যাশের মাধ্যমেও টিকিট কিনতে পারবেন ক্রিকেটভক্তরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকা।
এছাড়া ঢাকা ও খুলনায় অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের জন্য টিকিটের দাম সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা।
খুলনায় একমাত্র টেস্ট ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউসিবি খুলনা শাখা ও খান জাহান রোড শাখায়।
তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের টিকিট মূল্য :
পূর্ব গ্যালারি ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ১৫০ টাকা, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্রান্ড ১০০০ টাকা। বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর) ২০০০ টাকা, হসপিটালিটি ও কর্পোরেট ৩০০০ টাকা।
ঢাকা টেস্টের জন্য টিকিট মূল্য :
পূর্ব গ্যালারি ২০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০ টাকা, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৭৫ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০ টাকা, গ্রান্ড ৩০০ টাকা। বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর) ১০০০ টাকা, হসপিটালিটি ও কর্পোরেট ১০০০ টাকা।
খুলনা টেস্টের টিকিট মূল্য:
পূর্ব গ্যালারি ২০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৫০ টাকা, ক্লাব হাউস (পূর্ব ও পশ্চিম) ৭৫ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) ১০০ টাকা, গ্রান্ড স্ট্যান্ড (উত্তর ও দক্ষিণ) ৩০০ টাকা ও বিসিবি কর্পোরেট বক্স ১০০০ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে গত ১৩ এপিল ঢাকায় এসেছে পাকিস্তান ক্রিকেট দল। খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও খুলনায়।
১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এমএমএস