ঢাকা: ফতুল্লায় যখন পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বিসিবি একাদশ তখন মিরপুরে চলছিল জাতীয় দলের অনুশীলন। শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ।
মিরপুরে দলের অনুশীলন শুরুর আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ ম্যাধ্যমের সঙ্গে কথা বলেছেন। দলের উন্নতির বিষয় তিনি বলেন,‘কোন জায়গায় উন্নতি দরকার, তা নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে ভালো ফলাফলের জন্য কীভাবে কী করতে হবে তা নিয়েও আলোচনা হয়েছে। সামান্য কিছু বিষয় উন্নতির প্রয়োজন। আশা করি, সিরিজে আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবো। ’
প্রায় প্রতিটা সিরিজেই বাংলাদেশ দলে আসছে নতুন কোনো ওপেনার। দলের ওপেনিং জুটি প্রসঙ্গে এই লংকান বলেন, ‘এটা নিয়ে হতাশ হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি চাই ওপেনিং জুটিটা যাতে দাঁড়িয়ে যায়। আসলে এ বিষয়টি খেলোয়াড়দের কাছে। রনি তার যোগ্যতা দেখিয়েই দলে সুযোগ পেয়েছে। দুই ফরম্যাটের ক্রিকেটেই সে প্রচুর রান করেছে। সে জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদারই ছিলো। এখন দেখার বিষয় আন্তর্জাতিক ম্যাচে সে কী করতে পারে। ’
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে জন্য ঘোষিত দল নিয়ে খুশি হাতুরুসিংহে। এ বিষয়ে তিনি বলেন,‘দল ভালো হয়েছে। আমরা নিজেদের মাটিতে খেলবো। সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়ার জন্য আমাদের সেরা দলই হয়েছে। ’
বুধবার পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে মাত্র ৯ রান করেছেন তামিম ইকবাল। ভুগছেন ফর্মহীনতায়। তামিমের প্রসঙ্গ এলে বাংলাদেশের এই হেড কোচ বলেন, ‘রান করতে না পারার অন্য সবার চেয়ে তামিমই বেশি হতাশ। সেই অবশ্যই বেশি রান করতে পছন্দ করে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে যে কোনো দলের জন্যই পরিস্থিতি কঠিন ছিলো। সে সেখানে একটি ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। অন্য ছেলেরা ফর্মে আছে। আমাদের একাধিক অপশনও আছে। ’
এবার পাকিস্তান সিরিজে কোন দল এগিয়ে থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বলবো না যে আমরা এগিয়ে আছি। কারণ রেকর্ড বলছে তারা (পাকিস্তান) বাংলাদেশে সব সময় ভালো খেলে। আমরা তাদের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছি। আশার বিষয় হলো এখন আমরা একটি দল হিসেবে ভালো খেলছি। আশা করি, এবার আমরা তাদের বিপক্ষে ভালোই খেলবো। ’
প্রতিপক্ষ দলের পেসার ও স্পিনার সাঈদ আজমল প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে কন্ডিশন অন্য রকম। পেসাররা এখানে খুব একটা সুবিধা পাবে না। আমাদের বোলিং বিভাগে বেশ বৈচিত্র্য আছে। এখানকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য তারা যথেষ্ট ভালো। সাঈদের (সাঈদ আজমল) নতুন অ্যাকশনে এখনো তাকে দেখিনি। আমার মনে হয় সে আগের মতো প্রভাব খাটাতে পারবে না। তবে তার অভিজ্ঞতাকে সম্মান দিতেই হবে। ’
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৫
এসকে/এমএমএস