ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুবরাজ-আগারওয়ালের ব্যাটে দিল্লির প্রথম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
যুবরাজ-আগারওয়ালের ব্যাটে দিল্লির প্রথম জয়

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তিন ম্যাচে খেলে প্রথম জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। খেলার শেষ দিকে যুবরাজ সিংয়ের ঝড়ো হাফ সেঞ্চুরিতে কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে এক বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় পায় দলটি।

এর আগে ওপেনিংয়ে ভালো সূচনা এনে দেন মানায়েক আগারওয়াল।   

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনিং ব্যাটসম্যান আগারওয়াল দুই ছয় ও সাত চারে ৪৮ বলে ৬৮ রান করেন। তবে নিয়মিত বিরতিতে কয়েকটি উইকেট হারালে চাপে পড়ে দিল্লি। কিন্তু শেষ দিকে ৩৯ বলে তিন ছয় ও পাঁচ চারে যুবরাজ ৫৫ রান করলে জয় নিশ্চিত করে দলটি। পাঞ্জাবের আনুরাত সিং দুটি উইকেট পান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৬৫ রান করে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ভিরেন্দ্র শেওয়াগ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে হূদ্ধিমান শাহার ব্যাট থেকে। দিল্লি হয়ে তিনটি উইকেট পান লেগ স্পিনার ইমরান তাহির।

ম্যাচ সেরা হন আগারওয়াল।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।