ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বড় টার্গেটের দিকে এগুচ্ছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে দলটির দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১১৬ রান।
স্কোর: ইংল্যান্ড-৩৯৯ ও ১১৬/৩(৩৮.০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ-২৯৫
অ্যান্টিগায় এর আগে নিজেদের প্রথম ইনিংসে অভিষেক সেঞ্চুরি করা জার্মেইন ব্ল্যাকউডের ব্যাটে চড়ে ২৯৫ রান করে ক্যারিবীয়রা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অভিজ্ঞ শিব নারায়ন চন্দ্রপলের ব্যাট থেকে (৪৬)। ইংলিশ বোলারদের মধ্যে চারটি উইকেট নেন স্পিনার জেমস ট্রেডওয়েল।
পরে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নামলে আবারো ব্যর্থ হন অধিনায়ক অ্যালিস্টার কুক ও জনাথন ট্রট। কুক ১৩ ও ট্রট চার রান করে ফিরে গেলে চাপে পড়ে দলটি। তবে গ্যারি ব্যালেন্স ও জো রুটের ব্যাটে চড়ে চাপ সামলে নেয় ইংলিশরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়ান বেল ১১ রান করে রান আউটের ফাঁদে পড়েন। স্বাগতিকদের দুটি উইকেট নেন জেরম টেইলর।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এমএমএস