ঢাকা: শোয়েব মাকসুদ ও সোহেল খানের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়লেন ইয়াসির শাহ। তাই বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে পাকিস্তানের এই লেগ স্পিনারের খেলা হচ্ছে না।
ইয়াসিরের বদলে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা জুলফিকার বাবর। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার পাকিস্তানের হয়ে সর্বশেষে এক দিনের ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। এদিকে টেস্ট স্কোয়াডে থাকলেও ইয়াসির খেলতে পারবেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল (বুধবার) বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় বলের আঘাতে ইনজুরি আক্রান্ত হন ইয়াসির। তার বাঁ হাতের আঙ্গুলে চিড় ধরায় তিনটি সেলাই করা হয় এবং পরে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছে।
বলাই বাহুল্য, একমাত্র প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানের অনন্য শতকে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি একাদশ।
উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের হয়ে ইয়াসিরের ওয়ানডে অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি দু’টি ওডিআই ম্যাচে দুই উইকেট নিয়েছেন। পাঁচটি টেস্ট ম্যাচে দখল করেছেন ২৭টি উইকেট। আর দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনো উইকেটের খাতায় নাম লেখাতে পারেন নি তিনি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরএম