ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি ফরমেটে ২০১৬ এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
টি-টোয়েন্টি ফরমেটে ২০১৬ এশিয়া কাপ

ঢাকা: প্রথমবারের মতো ২০১৬ সালে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরমেটে হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সাঈদ আশরাফুল হক এমনটি নিশ্চিত করেছেন।



আশরাফুল হক বলেন, ‘নিয়মিত চারটি দল শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও বাংলাদেশ ছাড়াও আরো দুইটি সহযোগী সদস্য দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে। তবে এখনো আয়োজক দেশ নির্ধারণ করা হয়নি। ’ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল সংবাদ মাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আগামী বছরের মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ‍অনুষ্ঠিত হবে। মূলত এ কারণেই ওয়ানডে ফরমেটের বদলে টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবা হচ্ছে বলে জানান আশরাফুল হক। তবে, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ২০১৮ সালের এশিয়া কাপ আবারো ওয়ানডে ফরমেটে ফিরবে বলেও তিনি জানান।

অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি ফরমেট ও ওয়ানডে বিশ্বকাপের আগে ওয়ানডে ফরমেটে এশিয়া কাপ আয়োজনের কথা জানান আশরাফুল হক। আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এশিয়া কাপের ১৩তম আসর আয়োজিত হবে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের এশিয়া কাপ পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল। সহযোগী দেশ হিসেবে অংশ নেয় আফগানিস্তান। আগামী আসরে ষষ্ঠ দল হিসেবে নেপাল, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যেকোনো একটি দেশ সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, এপ্রিল ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।