ঢাকা: পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ-সাফল্য শুরু বাংলাদেশের। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে দেয় প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি।
সুযোগ এলেও অল্পের জন্য ফসকে গেছে ম্যাচ। সবচেয়ে বড় সুযোগটি এসেছিল ২০১২ সালে। ঘরের মাঠে এশিয়া কাপের শিরোপা জেতা হয়নি মাত্র দুই রানের জন্য। ম্যাচ শেষে চোখে পানি ঝড়েছিল সাকিব, তামিম, মুশফিকদের।
সেই পাকিস্তানের বিপক্ষে এবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এলো সেই এশিয়া কাপের প্রসঙ্গও।
আক্ষেপ নিয়ে সাকিব বললেন, ২০১২ সালের এশিয়া কাপ অনেক বেশি মনে পড়ে। ওটাতে আমাদের জেতার কথা ছিল, কিন্তু হয় নাই। শেষ এশিয়া কাপেও (২০১৪ সালে) আমাদের জেতা উচিত ছিল। আমরা জয়ের খুব কাছে ছিলাম। একটু এদিক-ওদিক হলেই কিন্তু জিততে পারতাম। এটাও আমাদের এই সিরিজে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এতো কাছেই যেহেতু যেতে পারি, জেতাও সম্ভব।
সিরিজ জয়ের লক্ষ্য স্থির করা প্রসঙ্গে সাকিব বলেন, আমার কাছে মনে হয় আমাদের অ্যাপ্রোচটা ঠিক আছে। আমরা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে এসেছি। পরাজয়ের চিন্তা করলে আমার মনে হয় না জেতা সম্ভব। আমাদের তো এটা পরিবর্তন করতে হবে। ১৬ বছরে হয়নি বলে কি কখনো-ই হবে না।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এসকে/এমআর