ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লরেস স্পোর্টস অ্যাকাডেমির নতুন সদস্য শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
লরেস স্পোর্টস অ্যাকাডেমির নতুন সদস্য শচীন শচীন টেন্ডুলকার

ঢাকা: বিখ্যাত লরেস স্পোর্টস অ্যাকাডেমির নতুন পাঁচ সদস্যের মধ্যে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার৷ বুধবার তাকে এ সম্মানে ভূষিত করা হয়।

শাংহাইয়ের গ্র্যান্ড থিয়েটারে বুধবার পুরস্কার নিতে হাজির হন শচীন।

এ সময় তিনি বলেন, এই অ্যাকাডেমির নতুন সদস্য হওয়া অনেক সম্মানের ব্যাপার। ছোটবেলা থেকে আমি যাঁদের দেখে বড় হয়েছি, তাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে পারব, সেটা ভাবতে পারিনি৷

শুধু টেন্ডুলকার নয়, লরেস স্পোর্টস অ্যাকাডেমির নতুন পাঁচ সদস্যের মধ্যে জায়গা করে নিয়েছেন চাইনিজ বাস্কেটবলের সাবেক কিংবদন্তি ইয়াও মিং, কেনিয়ার দৌড়বিদ তেগলা লোরোপে, চাইনিজ জিমন্যাস্ট লি জিয়াওপেং এবং স্কেট খেলোয়াড় ইয়াং ইয়াং।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।