ঢাকা: বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন পাকিস্তানী স্পিনার সাঈদ আজমল। আট মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে এই অফ স্পিনারের।
বিতর্কিত বোলিং অ্যাকশনের কারণে বিশ্বকাপের আগে তাকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বিশ্বকাপ শুরুর আগেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও বিশ্ব আসর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন আজমল। পাকিস্তানের সাবেক স্পিন কোচ সাকলাইন মুস্তাকের অধীনে থেকে বোলিং অ্যাকশন শুধরে নেন তিনি।
২০১৪ সালের আগস্টে ডাম্বুলায় শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন আজমল। আর বাংলাদেশের বিপক্ষে নতুন অ্যাকশনে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন-সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসকে/এমএমএস