ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অর্ধশতকেই জবাব তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
অর্ধশতকেই জবাব তামিমের ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে ২৯তম অর্ধশতক তুলে নিয়ে সমালোচকদের জবাব দিলেন মারকুটে ওপেনার তামিম ইকবাল।

প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি দেশসেরা এই ওপেনার।

আর এ কারণেই সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয় তামিমকে।

অবশেষে পাকিস্তানের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে তার ব্যাটের ধার দেখালেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচের প্রথম থেকেই সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন তামিম। পাকিস্তানি ফাস্টবোলার রাহাত আলি ও জুনায়েদ খানকে অফড্রাইব ও স্কয়ার ড্রাইভে একের পর এক চার মেরে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭টি চারের মারে তামিম ইকবাল ৫৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন। অপর প্রান্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সংগ্রহ ২৫ রান।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।