ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-মুশফিকের রেকর্ড জুটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
তামিম-মুশফিকের রেকর্ড জুটি ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়লেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৭৮ রানের জুটি গড়েন এরা দু’জন।



এর আগে যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ছিল ১৭৫। ২০০৬ সালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে রাজিন সালেহ ও হাবিবুল বাশার চতুর্থ উইকেট জুটিতে ১৭৫ রান করে অবিচ্ছিন্ন থাকেন।

দীর্ঘ ৯ বছর পর অবশেষে রেকডর্টি ভাঙতে সক্ষম হলেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। শুক্রবার (১৭ এপ্রিল) তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের নান্দনিক ব্যাটিংয়ে পেছনে পড়লো পুরনো রেকর্ডটি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। এর পর তামিম  ও মুশফিকু অসাধারণ এক জুটি গড়ে তোলেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে এই জুটি। দলীয় ২৪৫ রানে তামিম ইকবাল (১৩২) ওয়াহাব রিয়াজের বলে আউট হলে ভাঙ্গে রেকর্ড জুটিটি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।