ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জোড়া সেঞ্চুরির রেকর্ড টাইগারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
জোড়া সেঞ্চুরির রেকর্ড টাইগারদের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বারের মতো জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

প্রথমে টাইগারদের উদ্বোধনী ব্যাটসম্যান ‍তামিম ইকবাল তার ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন।

এরপর পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে ঝড়ো শতক তুলে নেন মুশফিকুর রহিম।

এ দুই ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও গড়েন। ক্রিজের উভয় প্রান্ত থেকে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন তামিম ও মুশফিক।

১৩৫ বল খেলে ১৫টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে তামিমের ব্যাট থেকে আসে ১৩২ রান। অন্যদিকে ১৩টি চার এবং ২টি ছক্কায় মাত্র ৭৭ বলে মুশফিক সংগ্রহ করেন ১০৬ রান।

তামিম-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভার শেষে ৩২৯ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।