ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওপেনিং জুটি ভাঙার অপেক্ষায় টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
ওপেনিং জুটি ভাঙার অপেক্ষায় টাইগাররা

ঢাকা: বাংলাদেশের ছুড়ে দেওয়া ৩৩০ রানের টার্গেটে ব্যাট করতে নামেন পাকিস্তানি উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও আজহার আলি।

প্রথম ৭ ওভার থেকে পাকিস্তানি দুই ওপেনার তুলেছেন ৪১ রান।



এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৮ রানের জুটি গড়েন তামিম-মুশফিক।

পাকিস্তানের বিপক্ষে আগের দলীয় ৩২৬ রানের সর্বোচ্চ রানও আজ পেরিয়ে যায় লাল-সবুজের বাংলাদেশ। যে কোনো দলের বিপক্ষে তাই এটিই টাইগারদের দলীয় সর্বোচ্চ রান।

নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান।

পাকিস্তান বধে দলীয় ৬৭ রানের মাথায় দুই ব্যাটসম্যানকে হারানোর পর তামিম আর মুশফিক মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। এ দুই টাইগার ব্যাটিং ক্রিজে অসাধারণ দৃঢ়তায় ব্যাট চালিয়ে পাক শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান। তামিম এবং মুশফিক ১৭৮ রানের জুটি গড়েন।

ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে নিজের জাত চেনান তামিম ইকবাল। ৭৫ বলে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকানো তামিম ১১২ বলে নিজের শতক পূর্ণ করেন।

বিশ্বকাপের সাফল্যের পর ফেভারিট হিসেবে মাঠে নেমে তার প্রমান দেন তামিম-মুশফিক। তবে, ইনিংসের ৪২তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হয়ে ফেরেন তামিম। আউট হওয়ার আগে বাঁহাতি এ ওপেনার করেন ১৩২ রান। ১৩৫ বলের ইনিংসে তামিম ১৫টি চার আর তিনটি ছক্কা হাঁকান।

তামিম বিদায় নিলেও ব্যাটিং ক্রিজে থেকে ব্যাটে ঝড় তুলেন মুশফিক। মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ খ্যাত মুশফিক ৬৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন। অবশেষে ৭৭ বল মোকাবেলা করে পাক বোলারদের তুলোধুনো করে ১৩টি চার আর দুটি ছয়ে মুশফিক করেন ১০৬ রান। ইনিংসের ৪৮তম ওভারে উইকেটের পিছনে সরফরাজের তালুবন্দি হন মুশফিক।

এছাড়া সদ্য আইপিএল খেলে আসা সাকিব আল হাসান করেন ২৭ বলে ৩১ রান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর

** ৩৩০ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান
** জোড়া শতকে টাইগারদের রেকর্ড সংগ্রহ
** তামিমের পর মুশফিকের শতক
** অপ্রতিরোধ্য তামিম-মুশফিক
** চলছে তামিম-মুশফিক ঝড়...
** বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছেন তামিম-মুশফিক
** তামিম-মুশফিকের জুটিতে দলীয় শতক
** সৌম্যর পর রিয়াদও সাজঘরে
** সৌম্যর বিদায়ে নেমেছেন রিয়াদ
** পাওয়ার প্লে’তে টাইগারদের সংগ্রহ ৪৪
** টাইগারদের সাবলীল ব্যাটিং
** ব্যাটিংয়ে নেমেছেন টাইগার ওপেনাররা
** পাকিস্তান বধে ব্যাটিংয়ে টাইগাররা
** অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।