ঢাকা: আরাফাত সানী টাইগারদের প্রথম সাফল্য এনে দিলেন। সরফরাজকে নাসিরের তালুবন্দি করে বিদায় করেন সানী।
১১ ওভার শেষে পাক ব্যাটসম্যানরা এক উইকেট হারিয়ে তুলেছেন ৫৪ রান। সরফরাজ ২৪ রান করে বিদায় নেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৮ রানের জুটি গড়েন তামিম-মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে আগের দলীয় ৩২৬ রানের সর্বোচ্চ রানও আজ পেরিয়ে যায় লাল-সবুজের বাংলাদেশ। যে কোনো দলের বিপক্ষে তাই এটিই টাইগারদের দলীয় সর্বোচ্চ রান।
নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান।
পাকিস্তান বধে দলীয় ৬৭ রানের মাথায় দুই ব্যাটসম্যানকে হারানোর পর তামিম আর মুশফিক মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। এ দুই টাইগার ব্যাটিং ক্রিজে অসাধারণ দৃঢ়তায় ব্যাট চালিয়ে পাক শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান। তামিম এবং মুশফিক ১৭৮ রানের জুটি গড়েন।
ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে নিজের জাত চেনান তামিম ইকবাল। ৭৫ বলে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকানো তামিম ১১২ বলে নিজের শতক পূর্ণ করেন।
বিশ্বকাপের সাফল্যের পর ফেভারিট হিসেবে মাঠে নেমে তার প্রমান দেন তামিম-মুশফিক। তবে, ইনিংসের ৪২তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ রিজওয়ানের তালুবন্দি হয়ে ফেরেন তামিম। আউট হওয়ার আগে বাঁহাতি এ ওপেনার করেন ১৩২ রান। ১৩৫ বলের ইনিংসে তামিম ১৫টি চার আর তিনটি ছক্কা হাঁকান।
তামিম বিদায় নিলেও ব্যাটিং ক্রিজে থেকে ব্যাটে ঝড় তুলেন মুশফিক। মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ খ্যাত মুশফিক ৬৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতক পূর্ণ করেন। অবশেষে ৭৭ বল মোকাবেলা করে পাক বোলারদের তুলোধুনো করে ১৩টি চার আর দুটি ছয়ে মুশফিক করেন ১০৬ রান। ইনিংসের ৪৮তম ওভারে উইকেটের পিছনে সরফরাজের তালুবন্দি হন মুশফিক।
এছাড়া সদ্য আইপিএল খেলে আসা সাকিব আল হাসান করেন ২৭ বলে ৩১ রান।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৫
এমআর