ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফর্মহীনতায় বাদ পড়লেন সুলেমান বেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ফর্মহীনতায় বাদ পড়লেন সুলেমান বেন

ঢাকা: গ্রানাডায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুলেমান বেন। তার বদলি হিসেবে ১৪ সদস্যের এই দলে ঢুকছেন ডান হাতি মিডিয়াম পেসার শ্যানন গ্রাবিয়েল।



আগামী ২১ এপ্রিল দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ড্র হলেও উইকেট পেতে ঘাম ঝরাতে হয়েছে বাঁহাতি বেনকে। প্রথম ইনিংসে উইকেট শুন্য ছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট পেলেও সর্বমোট ৫২ ওভার বল করে ২০০ রান দিয়েছেন তিনি।

এদিকে বেন বাদ পড়ায় ম্যাচ খেলার সুযোগ হতে পারে ডানহাতি স্পিনার দেবেন্দ্র বিশুর। বিশু সর্বশেষ তিন বছর আগে বারবাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামেন। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন গায়ানার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ উইকেট পেয়েছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, শ্যানন গ্রাবিয়েল, জ্যাসন হোল্ডার, শাহী হোপ, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, ডেভন স্মিথ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।