ঢাকা: এতোদিন পর্যন্ত বিশ্বকাপের আশীর্বাদে বদলে যাওয়ার দৃষ্টান্ত ছিল শ্রীলঙ্কা। ১৯৯৬ বিশ্বকাপে হঠাৎ ক্রিকেটবিশ্বকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল লঙ্কানরা।
সেই লঙ্কানদের মতোই এখন বাংলাদেশকে দেখতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে ২০১৫ বিশ্বকাপ। এই বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখার পর এবার পাকিস্তান সিরিজেও বাংলাদেশ ক্রিকেটারদের দাপুটে খেলা দেখছে ক্রিকেটবিশ্ব।
প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৯ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচ শুরুর আগে পাকিস্তানি ক্রিকেট বিশ্লেষক এম এস নকবিই বলেন, বাংলাদেশ বদলে গেছে। এ পরিবর্তন দারুণ ইতিবাচক।
নকবির মতে, ২০১৫ বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়রা ব্যক্তিগত পারফর্ম করতেন। এখন তারা পুরো টিম হয়ে পারফর্ম করছেন। এটা উন্নতির শুভ লক্ষণ।
এর আগে ওয়েন্ট ইন্ডিজের সাবেক গতিদানব ইয়ান বিশপ বলেছিলেন, দিনে দিনে সবার জন্য হুমকি হয়ে উঠছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এইচএ