ঢাকা: টাইগারদের খেলা দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের বিরুদ্ধে সেখানে চলছে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ এই ম্যাচে এখন জয়ের পথে। লাইভ টেলিকাস্টে টেলিভিশন স্ক্রিনে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। বিগ স্ক্রিনে প্রধানমন্ত্রীকে দেখানোর পরপরই মাঠে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির বাংলানিউজকে জানান, রাত ৮টার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর স্টেডিয়ামে পৌঁছান। তিনি সেখানে প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন।
প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানার ছেলে রেদোয়ান ববি সিদ্দিক ও তার স্ত্রী পেপপি সিদ্দিক ছাড়াও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, সহকারী প্রেস সচিব মাহবুবুল হক শাকিল তার সঙ্গে রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে প্রধানমন্ত্রীর মাঠে ছুটে যাওয়ার ঘটনা ঘটতে এর আগেও অনেকবার দেখা গেছে।
ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ম্যাচেরই খোঁজ রাখেন, খেলায় জয়ী হলে দলকে অভিনন্দিত করেন।
রোববার তিনি চলে যান সরাসরি খেলার মাঠে।
বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমএমকে