ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-মুশফিকের বড় জুটি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
তামিম-মুশফিকের বড় জুটি ছবি : শোয়ের মিথুন/বাংলানিউজটোয়েটিফোর.কম

মিরপুর থেকে: সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদ ফিরেছেন দলীয় ১০০ রানে। সেখান থেকে পাক বোলারদের শাসন করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে চলেছেন গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

এ দু’জন মিলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

তামিম ৯২ বলে ১৫টি চারের সাহায্যে ৮৯ রানে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিচ্ছেন। আর তামিমকে সঙ্গ দিচ্ছেন মিডলঅর্ডারের রান-মেশিন মুশফিকুর রহিম। মুশফিক ৪৯ বলে ৫ চার আর এক ছয়ে ৪৪ রান করে ব্যাট করছেন।

২৯.৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৩ রান। স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যাওয়ায় খেলোয়াড়দের পানি পানের বিরতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে আগের ম্যাচে শতক হাঁকানো টাইগার ওপেনার তামিম ইকবাল এবং ওপেনিংয়ে নিজেকে প্রমানের অপেক্ষায় থাকা সৌম্য সরকার। তবে, ইনিংসের তৃতীয় ওভারে জুনায়েদ খানের বলে পরপর তিনটি চার মারা সৌম্য পঞ্চম বলে উইকেটের পিছনে সরফরাজের তালুবন্দি হন। আউট হওয়ার আগে তিনি ১১ বলে ১৭ রান (৪টি চার) করেন।

২২ রানের মাথায় প্রথম উইকেট হারানো টাইগারদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ১০০ রানে। সাঈদ আজমলের করা ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১৭ রান করে সাজঘরে ফেরেন মাহামুদুল্লাহ।

পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৮৩ রান।

এর আগে ইনিংসের শুরুতে পাকিস্তানের টপঅর্ডার ভেঙে চুরমার করে দিলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে সফরকারীরা ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে। শেষ ৫ ওভারে ৪৯ রান তোলেন সাদ-রিয়াজ জুটি। এর আগে দলীয় ৭৭ রানের মধ্যে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া পাকিস্তানের হয়ে তরুণ উঠতি তারকা সাদ নাসিম ইনিংস ও ক্যারিয়ার সর্বোচ্চ ৭৭ রান (৯৬ বলে) করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬টি চারের পাশাপাশি ছিল একটি ছয়। শেষ দিকে নেমে ওয়াহাব রিয়াজ অপরাজিত ৫১ রানের একটি ইনিংস খেলেন। ৪০ বলে রিয়াজ ৫টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকান। এ দু’জন মিলে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এছাড়া পাক দলপতি আজহার আলি ওপেনিংয়ে নেমে ৩৬ রান করেন। আর চার নম্বরে নামা হারিস সোহেল করেন ৪৪ রান।

টাইগারদের হয়ে সাকিব দুটি আর মাশরাফি, সানি, রুবেল, নাসির একটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫
এমআর

** শতকের পথে এগুচ্ছেন তামিম
** ক্রিজে গত ম্যাচের দুই সেঞ্চুরিয়ান
** ফিরলেন মাহমুদুল্লাহ
** তামিমের দৃষ্টিনন্দন অর্ধশতক
** তামিমের ব্যাটে তাণ্ডব
** তামিমের ব্যাটে দিশেহারা রাহাত
** ঝড়ের ইঙ্গিত দিয়েও ফিরলেন সৌম্য
** ব্যাটিংয়ে তামিম-সৌম্য
** সিরিজ জিততে টাইগারদের টার্গেট ২৪০
** পাকিস্তানকে গুটিয়ে দিতে টাইগারদের চেষ্টা
** কাঁটা সরালেন নড়াইল এক্সপ্রেস
** উইকেটের অপেক্ষায় টাইগার বোলাররা
** বিপদ এড়াতে গলদঘর্ম পাকিস্তান
** পাকিস্তানের টপঅর্ডার চুরমার
** টাইগার বোলিং তোপে বিপর্যয়ে পাকিস্তান
** আজাহারকে ফেরালেন সাকিব
** হাফিজের স্ট্যাম্প ভেঙে দিলেন সানি
** রুবেলের প্রথম বলেই সাজঘরে সরফরাজ
** ভালো শুরু টাইগারদের
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।