ঢাকা: শেন ওয়াটসন ও অজিঙ্কা রাহানের দুর্দান্ত ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে আট উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এরই সঙ্গে এ আসরের প্রথম পাঁচ ম্যাচেই জয় তুলে নিল ফকনার-স্মিথরা।
আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে, খুব বেশি সুবিধা করতে পারেনি ম্যাককালাম-রায়নারা। নির্ধারিত ওভার শেষে রাজস্থানকে ১৫৭ রানের লক্ষ্য বেধে দেয় ধোনি বাহিনী।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাহানে ও ওয়াটসন ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ওয়াটসন (৭৩) ফিরে না গেলে দশ উইকেটেই ম্যাচটি জিতে নিত রাজস্থান। পরে রাহানের অপরাজিত ৭৬ রানের কল্যাণে ১০ বল হাতে রেখেই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়।
উল্লেখ্য, আজকের ম্যাচের মধ্য দিয়ে আইপিএল’র এ আসরে প্রথম খেলতে নামেন ওয়াটসন। সেই সঙ্গে দলের অধিনায়কত্বের দায়িত্বও পালন করেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। তারই স্বদেশী স্টিভেন স্মিথ এর আগের চার ম্যাচে অধিনায়ক ছিলেন।
চেন্নাইয়ের হয়ে রবীন্দ্র জাদেজা ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট লাভ করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ডোয়াইন স্মিথ (৪০) ছাড়া টপ অর্ডারের কেউই রান পায়নি। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ব্রাভো (৬২) ও ধোনির (৩১) অপরাজিত ইনিংসে চার উইকেটে ১৫৬ রানের মাঝারি স্কোর দাঁড় করায় চেন্নাই।
রাজস্থানের হয়ে আঙ্কিত শর্মা, ক্রিস মরিস, প্রবীন তাম্বে ও জেমস ফকনার একটি করে উইকেট দখল করেন।
ম্যাচসেরার পুরস্কার উঠে ডানহাতি ব্যাটসম্যান রাহানের হাতে।
বাংলাদেশ সময়: ২১২২ ঘন্টা, এপ্রিল ১৯, ২০১৫
আরএম