ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শতক হাঁকিয়ে সমালোচনার জবাব দিয়েছিলেন তামিম। গত ম্যাচে যেখানে থেমেছিলেন যেন ঠিক সেখান থেকেই আবার ব্যাট করলেন বাংলাদেশ দলের উদ্বোধনী এই ব্যাটসম্যান।
পাকিস্তানি ঘূর্ণি জাদুকর সাঈদ আজমল, ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ ও রাহাত আলিকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৩১ বলেই অর্ধশতক তুলে নেন তামিম।
অর্ধশতকেই থেমে না গিয়ে দলের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক/দুই রান সংগ্রহ করে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে তোলেন। আর মাঝে মাঝেই দৃষ্টিনন্দন এক একটি শটে দলের রানের চাকা সচল রেখে তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক।
দৃষ্টিনন্দন এই শতকটি হাঁকাতে তামিম খেলেন ১০৮ বল, তার ব্যাট থেকে আসে ১৬টি চারের মার।
এ ম্যাচের আগে তামিম ইকবাল খেলেছেন ১৪২টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। ৩০.৪০ ব্যাটিং গড়ে ৫৪৫৮ রান সংগ্রহ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এমজেএফ/