ঢাকা: বিশ্বকাপে বাংলাদেশ দলের অভূতপূর্ব পারফরম্যান্স সাবরই নজর কেড়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ পরবর্তী চলতি সিরিজ জয়ও নিশ্চিত করেছে টাইগার বাহিনী।
এবার তাহলে কিসের অপেক্ষা?... সবার একটাই প্রত্যাশা পাকিস্তানকে টাইগার স্টাইলে বাংলাওয়াশ!
সিরিজ নিশ্চিত করে আরো দৃঢ় প্রত্যয়ী তামিম-মুশফিকরাও সেই মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায়। ২২ এপ্রিল কোটি টাইগার ভক্তের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে বাংলাদেশ দল।
সিরিজের শুরু থেকেই বাংলাদেশ দলের প্রতিটা খেলোয়াড়কে খুবই আত্মপ্রত্যয়ী হয়ে কথা বলতে দেখা গেছে। সাকিব-মাশরাফিরা এক বাক্যেই বলেছিল লক্ষ্য সিরিজ জয়। সেটাই করে দেখাল টাইগার বাহিনী। এ আত্মবিশ্বাস থেকেই বলাই যায় বাকী কাজটুকুও করে দেখাবে তারা।
দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পায় টাইগাররা। ওই ম্যাচে তামিম-মুশফিক জুটির জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে ৩২৯ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ দল। ৩৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ১৬ বছরের সেই অধরা স্বপ্ন ৭৯ রানের বিশাল ব্যবধানে জয়ের মধ্য দিয়ে পূরণ হয়।
১৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাকিব-সানি-রুবেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২৩৯ রান করে পাকিস্তান।
২৪০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবালের ব্যাক টু ব্যাক শতকে সাত উইকেটের বিশাল জয় পায় টাইগাররা। এ জয়ের ফলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল মাশরাফি বাহিনী। এ ম্যাচেও মুশফিক ৬৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন। আর ১১৬ বলে ১১৬ রান করা তামিম হয়েছেন ম্যাচ সেরা।
টাইগারদের হুঙ্কারে পাকিস্তান শিবির আতঙ্কিত। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনুসরা ভাবছেন এ কোন বাংলাদেশ দেখছি। তাদের মনে এখন একটাই ভয়, শেষ পর্যন্ত হোয়াইটওয়াশ না হতে হয়। আর মাশরাফি বাহিনীর এখন একটাই টার্গেট পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা। আর সেটাই করে দেখাবেন তামিম-মাশরাফিরা, এমনটাই প্রত্যাশা কোটি টাইগার ভক্তের।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএইচ