ঢাকা: ক্রিকেট বিশ্বে আরো একটি অপমৃত্যুর ঘটনা ঘটলো। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হলো ভারতের সাবেক বেঙ্গল অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আঙ্কিত কেশরী।
আঘাত পাওয়ার পর আঙ্কিতের দম বন্ধ হয়ে আসায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে তিন দিন পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ নামক সমস্যার কারণে ২০ বছর বয়সী এ ক্রিকেটারের মৃত্যু হয় বলে জানা যায়।
এর আগে গত শুক্রবার ইস্ট বেঙ্গল ও ভাবানিপুরের মধ্যকার ম্যাচে বেঙ্গলের হয়ে পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করছিলেন আঙ্কিত। তবে ব্যাটিং থেকে একটি ক্যাচের সম্ভাবনা জাগলে তা ধরতে গিয়ে আরেক সতীর্থ সৌরভ মন্ডলের সঙ্গে সংঘর্ষ ঘটলে গুরুতর আঘাতটি পান আঙ্কিত।
গত বছরের নভেম্বরে মাথায় বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমএমএস