ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘হোয়াইটওয়াশ’ এড়াতে কঠোর অনুশীলনে পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
‘হোয়াইটওয়াশ’ এড়াতে কঠোর অনুশীলনে পাকিস্তান

ঢাকা: টানা দুই ম্যাচ হারে সিরিজটা হাতছাড়া হয়ে গেছে পাকিস্তানের। প্রথম ম্যাচে ৭৯ রানে হারার পর রোববার তারা হেরেছে সাত উইকেটের বিশাল ব্যবধানে।

প্রথম দুটি ম্যাচে কোনো প্রতিরোধই গড়তে পারেনি সফরকারী দলটি। তাইতো হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা এড়াতে সোমবার কঠোর অনুশীলন করেছে পাকিস্তান দল।
 
পাকিস্তান দলে যোগ দিয়েছেন পেসার উমর গুল। ইনজুরিতে পড়া পেসার এহসান আদিলের বদলি হিসেবে উমর গুলকে দলে অন্তর্ভুক্ত করে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

সোমবার দলে যোগ দিয়েই মিরপুরের ইনডোরে দীর্ঘক্ষন বোলিং করেছেন উমর গুল। পাকিস্তান দলকে এদিন মূলত ব্যাটিং-বোলিং অনুশীলনেই বেশি মনযোগী ছিল। সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুশীলন করেছে তারা।
 
পাকিস্তান দল অনুশীলন করলেও আজ অনুশীলন নেই বাংলাদেশ দলের। তবে বিকেলে ঐচ্ছিক অনুশীলন করতে পারেন দলের কেউ কেউ।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এর পর এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
 
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।