ঢাকা: সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড দলের ভরাডুবির পর গণমাধ্যমে কেভিন পিটারসনকে দলে অর্ন্তভূক্ত করার জোর দাবী উঠে। পরে বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারও পিটারসনের ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সাঙ্গাকারা জানান, পিটারসনের মত অসাধারণ ক্রিকেটার খেলায় যে কোন সময় পার্থক্য গড়ে দিতে পারে। আর সামেন ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ। তাকে দলে রাখাটা জরুরি।
এদিকে পিটারসনের সমর্থনে সাঙ্গাকারর মতামত অনেকে ভিন্ন চোখে দেখছেন। কারণ এই মৌসুমে লঙ্কান এ তারকা ইংলিশ কাউন্টি দল সারের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে তার সতীর্থ হচ্ছেন পিটারসন।
এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা বলেন, ‘এটা ইংলিশ মিডিয়ার প্রচারণা। দলটিতে অসাধারণ একজন ক্রিকেটার আছে। তবে হ্যাঁ, তার ক্যারিয়ারে কিছু বিতর্ক আছে, বোর্ডের সঙ্গেও তার একটি দ্বন্দ্ব আছে। কিন্তু আমি পিটারসন সম্পর্কে আগে থেকেই জানি। ’
তিনি আরো বলেন, ‘ইংলিশদের একজন অভিজ্ঞ ক্রিকেটার থাকতে তার ব্যবহার হচ্ছে না, এটা আসলে আমার বলার কোনো বিষয় না। তবে আমি বিশ্বাস করি, সে যে কোনো ম্যাচে খেলার পার্থক্য গড়ে দিতে পারে। ’
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এমএমএস