ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার তরুণ স্পিনারদের পাশে বদ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
অস্ট্রেলিয়ার তরুণ স্পিনারদের পাশে বদ্রি স্যামুয়েল বদ্রি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি অস্ট্রেলিয়ার তরুণ স্পিনারদের পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন। ৩৪ বছর বয়সী এই ডানহাতি লেগ স্পিনার বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার।

তিনি অজিদের প্রধান স্পিন বোলিং কোচ জন ডেভিসনের সঙ্গে কাজ করবেন।

ব্রিসবেনে আগামী মে মাসে ২৪ জন অজি তরুণ স্পিনারদের নিয়ে এক সপ্তাহ ব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। এর আগের দুই মৌসুমে এই স্পিন প্রোগ্রামে অংশ নিয়েছিলেন সাবেক দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ‘বদ্রিকে পেয়ে আমরা খুবই খুশি। আশা করছি, তার অভিজ্ঞতা আমাদের তরুণ স্পিনাররা কাজে লাগাতে পারবে। বর্তমানে তিনি বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম। ’

বদ্রি বলেন, ‘অস্ট্রেলিয়ায় এটাই আমার প্রথম সফর হবে। তাদের বাৎসরিক স্পিন প্রোগ্রামে অংশ নিতে পারাটা সম্মানের। অভিজ্ঞতা শেয়ার ও বোলিংয়ের কৌশল শেখানোর মাধ্যমে তরুণ স্পিনারদের আরো ভালো ক্রিকেটার হয়ে উঠতে অবদান রাখতে পারব বলে আশা রাখছি। ’

টি-টোয়েন্টির সেরা বোলার আরও বলেন, ‘আমি আসলে টি-টোয়েন্টি ফরমেটেই বেশি সফল। সীমিত ওভারের ক্রিকেটে কিভাবে নিয়ন্ত্রিত বোলিং করা যায় সেটাও তরুণ স্পিনারদের বোঝানোর চেষ্টা করব। ভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ব্রেক থ্রু এনে দেওয়ার কৌশল সম্পর্কেও তাদের অভিহিত করবো। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।