ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান ঘুরে দাঁড়াবে: মুস্তাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
পাকিস্তান ঘুরে দাঁড়াবে: মুস্তাক মুস্তাক আহমেদ

ঢাকা: সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কোনো-রকম প্রতিরোধ-ই গড়ে তুলতে পারেনি পাকিস্তান দল। এক ম্যাচ আগেই সিরিজ (২-০) জিতে নিয়েছে বাংলাদেশ।

এমন পরাজয়ের পরও মানসিকভাবে ভেঙ্গে পরেনি তারা। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিতে পারবে বলে আশাবাদী পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
 
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে এসেছিলেন পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

মুস্তাক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবকিছু বদলে যাবে। পাকিস্তান দল ঘুরে দাঁড়াবে। এটা নতুন একটা দল। তাছাড়া দলটা ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে। একটি ভালো ইনিংস, খুব ভালো একটি স্পেল-ই সব বদলে দিতে পারে। আমরা খুবই ইতিবাচক। কালকের ম্যাচে আমরা সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। ’
 
পাকিস্তান দল প্রসঙ্গে মুস্তাক আরো বলেন, ‘আমাদের দলে ইনজুরি সমস্যা ছিল। ইনজুরির কারণে অনেকেই দল থেকে ছিটকে গেছে। অনেকে আবার ইনজুরি কাটিয়ে দলে এসেছে। ’
 
বাংলাদেশ দলের প্রশংসা করে মুস্তাক আহমেদ বলেন, ‘বাংলাদেশ এই মুহুর্তে খুব ভালো ক্রিকেট খেলছে। তারা খুবই ধারাবাহিক। বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে এখানে হোয়াইটওয়াশও (৪-০) করেছিল!’

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও সাদ নাসিমের। প্রথম ম্যাচে রিজওয়ান (৬৭) ও দ্বিতীয় ম্যাচে নাসিম (৭৭) হাফ সেঞ্চুরি করেছেন।
 
তরুণ এই দুই ক্রিকেটারকে নিয়ে আশাবাদী মুস্তাক। এই প্রসঙ্গে পাকিস্তানের স্পিন কোচ বলেন, ‘আমাদের দলে নতুন দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। দু’জনই নিজেদের প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে রিজওয়ান রান করেছে, দ্বিতীয় ম্যাচে নাসিম রান করেছে। এটা খুবই ভালো দিক। ইতিবাচক থাকার মতো দলে অনেক কিছুই আছে। ’

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।