ঢাকা: অবশেষে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে রেহাই পেলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এখন থেকে আন্তজার্তিক ক্রিকেট ম্যাচে বোলিং করতে তার আর বাধা থাকল না।
আজ (২১ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমনটি নিশ্চিত করেছে। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইসিসি অনুমোদিত সেন্টারে ৯ এপ্রিল হাফিজের অফিসিয়াল বোলিং টেস্ট করানো হয়। আজ প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে তার বোলিং অ্যাকশন বৈধ বলে উল্লেখ করা হয়।
এর আগে গত বছরের ডিসেম্বরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে হাফিজকে সব ধরণের আন্তজার্তিক ক্রিকেটে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ঐ সময়ে করা অফিসিয়াল টেস্টে বল করার সময় তার হাতের কনুই ৩১ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায় বলে প্রমাণিত হয়।
এরপর এ বছরের জানুয়ারিতে করা আনঅফিসিয়াল টেস্টে তা ১৬-১৯ ডিগ্রিতে নেমে আসে। আর চেন্নাইয়ে দেয়া আইসিসি কর্তৃক অফিসিয়াল টেস্টে বোলিং করার সময় তার হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি না বাঁকানোয় তাকে বোলিংয়ের জন্য বৈধ হিসেবে বিবেচিত করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘন্টা, এপ্রিল ২১, ২০১৫
আরএম