ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুপার ওভারে পাঞ্জাবের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
সুপার ওভারে পাঞ্জাবের জয় ছবি : সংগৃহীত

ঢাকা: টানা পাঁচ ম্যাচ জয়ের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে প্রথম হারের মুখ দেখল রাজস্থান রয়্যালস। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত টাই হলে সুপার ওভারে গিয়ে খেলার নিষ্পত্তি ঘটে।

আইপিএলের এ আসরে পাঞ্জাবের এটি দ্বিতীয় জয়।

আহমেদাবাদে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাবের অধিনায়ক বীরেন্দর শেবাগ। নির্ধারত ওভার শেষে ছয় উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রাহানে-ওয়াটসনরা। এ ম্যাচে কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি পাঞ্জাবের নিয়মিত অধিনায়ক জর্জ বেইলি। তার জায়গায় সুযোগ পান শন মার্শ।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শেবাগের উইকেট হারায় পাঞ্জাব। পরে মার্শ (৬৫) ও ডেভিড মিলারের (৫৪) ঝড়ো ফিফটিতে ভর করে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান করলে ম্যাচ টাই হয়। দলের হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ১ রান করে সাজঘরে ফেরেন।

রাজস্থানের হয়ে ক্রিস মরিস, প্রবীণ তাম্বে, রাহুল তিওয়াতিয়া ও দিপক হুদা একটি করে উইকেট লাভ করেন।

সুপার ওভারে মরিসের বলে মার্শের তিন চারে এক উইকেটে ১৫ রান তোলে পাঞ্জাব। জবাবে মিচেল জনসনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক শেন ওয়াটসন। তৃতীয় বলে জেমস ফকনার রান আউট হলে নির্ধারিত দুই উইকেট হারিয়ে ছয় রান করতে সমর্থ হয় রাজস্থান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওয়াটসন (৭৪) ও অজিঙ্কা রাহানে (৪৫) উদ্বোধনী জুটিতে ৯৫ রান তোলেন। মিডল অর্ডার ব্যাটম্যান করুণ নায়ার ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রাজস্থান।

পাঞ্জাবের হয়ে আকসার প্যাটেল নেন দুই উইকেট।

ম্যাচ সেরার পুরস্কার উঠে হন মার্শের হাতে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘন্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।