ঢাকা: আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি। যার অন্যতম এজেন্ডা হচ্ছে ক্রিকেট।
আফগানিস্তান বর্তমানে ওডিআই র্যাংকিংয়ের দ্বাদশতম দল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামকে আফগানরা একমাত্র হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে। এখন ভারতের দিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটিতে নিজেদের আন্তজার্তিক ম্যাচগুলো আয়োজনের অনুমতি পেলে এটি হবে তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড।
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। যেটি কলকাতার ইডেন গার্ডেনসের পর ভারতের সবচেয়ে পুরোনো ক্রিকেট স্টেডিয়াম।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার বাসির স্ট্যানিকজাই বলেন, ‘আমরা ভারতীয় ক্রিকেটারদের খুবই সম্মানের চোখে দেখি। তাদের দেশের স্টেডিয়ামগুলো বিশ্বমানের। আশা করছি, ভারতের পক্ষ থেকে হোম গ্রাউন্ড হিসেবে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি আমাদেরকে বরাদ্দ দেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৩২১ ঘন্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএম