ঢাকা: ম্যাচ শুরু হতে তখনো ঘন্টা দেড়েক বাকি। দুই দলের ক্রিকেটাররাই নিজেদের ঝালিয়ে নিতে নেমে পড়েন মাঠে।
প্রথম দুটি ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নম্বর উইকেটে খেলা হলেও বুধবারের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে দুই নম্বর উইকেটে।
আরাফাত সানি ও সাব্বির রহমান পাশের উইকেটে বল করছিলেন। বোলিং কোচ রুয়ান কালপাগে গ্লাভস হাতে দাঁড়িয়ে উইকেটরক্ষকের ভূমিকায়। সানি-সাব্বিরদের সঙ্গে অনুশীলনে যোগ দেন পাকিস্তানি স্পিনার সাইদ আজমলও।
প্রতিপক্ষ দলের বোলার হলেও তাতে আপত্তি করলেন না বাংলাদেশী দুই স্পিনার।
প্রথম দুটি ওয়ানডেতে নামের প্রতি সুবিচার করতে পারেননি আজমল। শেষ ম্যাচে নিজেকে প্রমাণ করতেই হবে! ম্যাচ শুরুর আগে নিজেকে আরেকটু ঝালিয়ে নিতেই বাংলাদেশের অনুশীলনেই ঢুকে গেলেন আজমল!
পাক স্পিন কোচ মুস্তাক আহমেদ ও তাদের দলের ফিল্ডিং কোচ একটু দেরি করে উইকেটে এসেছিলেন। আর তাতে আজমলের তর সইছিল না। শেষে অবশ্য মুস্তাক আহমেদের অধীনেই হাত ঘুরিয়েছেন আজমল।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৫
এসকে/এমআর