ঢাকা: পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক হয়ে আসা আজহার আলির বাংলাদেশ সফরটা মোটেও ভালো হয়নি। তিনটি ম্যাচেই শোচনীয়ভাবে হেরে হোয়াইটওয়াশ হতে হয়েছে তার দলকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আক্ষেপই ঝরলো আজহার আলির কন্ঠে। তিনি বলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। তাই সিরিজ এভাবে হারতে হয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্স হয়তো একদম খারাপ ছিল না। কিন্তু দল হিসেবে আমরা ভালো করতে পারিনি, বাংলাদেশ ভালো খেলেছে। ’
বাংলাদেশ প্রসঙ্গে আজহার আরো বলেন, ‘বিশ্বকাপ থেকেই বাংলাদেশ খুব ভালো করছে। নিজেদের মাঠের সুবিধা-তো আছেই। ’
তৃতীয় ওয়ানডেতে সৌম্য সরকারের ব্যাটিংয়ের কাছেই মূলত হার মেনেছে পাকিস্তান দল। সৌম্যর অপরাজিত ১২৭ রানে ভর করে বাংলাদেশ দল ৬৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। সৌম্যর ব্যাটিং প্রসঙ্গে আজহার বলেন, ‘সৌম্য দারুণ একটা ইনিংস খেলেছে। সে দারুণ স্ট্রোক মেকার। ’
ম্যাচের শুরুতে পাকিস্তান দলই ম্যাচের লাগাম টেনে ধরেছিল। কিন্তু ৩৯তম ওভারে আজহার আলি (১০১) বিদায় নেওয়ার পরই ভেঙে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইন-আপ। শেষ ৪৭ রানে আট উইকেট হারায় তারা।
ম্যাচ হারের কারণ হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করেছেন পাকিস্তান অধিনায়ক। আজহার আলি বলেন, ‘আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। ৩০০’র উপর স্কোর করতে পারতাম আমরা। সেটা হয়নি। ’
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর