ঢাকা: মাশরাফির নেতৃত্বগুনে পাল্টে গেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে নতুন করে অধিনায়কত্ব শুরু মাশরাফির।
বুধবার তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারালেও শুরুতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশ বোলারদের। এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৩৮.৩ ওভারে দুই উইকেটে ২০৩ রান। সেখান থেকে ২৫০ রানেই শেষ পাকিস্তান দল।
কঠিন সময়ে পরীক্ষাতে উত্তীর্ন হয়েছেন বোলাররা। বাংলাদেশ দলপতি মাশরাফি চেয়েছিলেন এমনটাই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা সিরিজটা আগেই জিতে গিয়েছিলাম। আমি বার বার বলছিলাম কঠিন সময় আসতে পারে, যেটা আজকে এসেছিল। একটা সময় মনে হচ্ছিল, ৩০০ বা ৩২০ রান করতে পারে পাকিস্তান। সেটা বোলাররা করতে দেয়নি। এই জিনিসটা আমরা যত বেশি করতে পারবো, তত বেশি ম্যাচ জিততে পারবো। ’
হঠাৎ করে বাংলাদেশ এতটা বদলে যাওয়ার রহস্য জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমি একটা জিনিস সবসময় চেয়েছি, টিমের বডি ল্যাংগুয়েজ ঠিক করা। প্রতিপক্ষ দলে একটা পার্টনারশিপ হলে বডি ল্যাংগুয়েজ ডাউন হয়ে যায়। তখন ফিল্ডারের কাছে ক্যাচ গেলে অটোমেটিক্যালি ড্রপ করে ক্যাচটা। আজকে নাসির প্রথম ক্যাচটা নিল। ম্যাচটাই ঘুরে গেল। ছোট-খাটো অনেক বিষয়ই কিন্তু ম্যাচে প্রভাব ফেলে। ’
মাশরাফি মনে করেন, এটাই চূড়ান্ত সাফল্য নয়। খেলোয়াড়দের টিম স্পিরিট অনেকটা বেড়েছে। তবে আরো পরিবর্তন সম্ভব বলে মনে করেন মাশরাফি।
এ প্রসঙ্গে মাশরাফি আরেও বলেন, ‘তরুণ ক্রিকেটাররা এখন কষ্ট করতে চায়, সাফল্য পেতে চায়। আমরা আরো নিজেদের পরিবর্তন করতে পারি, আরো ভালো করতে পারি। এটা আমার বিশ্বাস। এভাবে চলতে থাকলে সেই পরিবর্তনটা দ্রুতই হবে, ইনশাল্লাহ। ’
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এসকে/এমআর