ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই হেরেছে সফরকারী পাকিস্তান। এরপরই দেশটির কিংবদন্তি সাবেক অলরাউন্ডার ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্বহীনতা আর স্বজনপ্রীতির নিয়ে সমালোচনা করেছেন।
বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান বলেন, ক্রিকেট পাগল পাকিস্তানকে তাদের ঘরোয়া ক্রিকেটে আরও উন্নতি করতে হবে। শুধু স্বজনপ্রীতি দিয়ে ক্রিকেটার বাছাই করলে হবে না। আমি বলবো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পথ অনুসরণ করতে। হয়তো তাতে পাকিস্তানের সুদিন ফিরে আসবে।
২০১৩ সালে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ জেতে। শ্রীলঙ্কার বিপেক্ষ সে সিরিজটি জয়ের দুই বছর পেরিয়ে গেলেও আর কোনো সিরিজে জয়ের মুখ দেখেনি ইমরান খানের উত্তরসূরিরা। হেরেছে পাঁচটি সিরিজে। এ সিরিজে হারার আগে গত ১৫ বছরে বাংলাদেশের বিপক্ষে হারে নি কোনো ওয়ানডে ম্যাচেই।
ইমরান খান বলেন, পাকিস্তান থেকে প্রচুর মেধাবী ক্রিকেটার বের হয়। কিন্তু তাদের সঠিক পরিচর্যা করা হয় না। যতদিন বোর্ডে স্বজনপ্রীতি ব্যক্তি থাকবে ততদিন পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না। নিজেদের আত্মীয় দিয়েই দলে নতুন ও মেধাবী ক্রিকেটারদের পথ বন্ধ করে রেখেছে বোর্ডের কর্মকর্তারা। যাদের দিয়ে ক্রিকেট খেলানো হচ্ছে তাদের অনেকেরই কোনো মেধা নেই।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে এ কিংবদন্তি ক্রিকেটার বলেন, আমি চিন্তাই করতে পারছি না বাংলাদেশের বিপক্ষে ৩-০ তে পাকিস্তান হেরেছে। আর দলটি বর্তমান ৠাংকিংয়ে আট নম্বরে নেমে এসেছে। আমি আমার ২১ বছরের ক্রিকেটীয় অভিজ্ঞতায় বলতে পারি, বিশ্বের কোনো দেশে পাকিস্তানের মতো এতো প্রতিভাসম্পন্ন ক্রিকেটার নেই।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৯ রানে হারায় বাংলাদেশের টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৭১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয় পায় টাইগার বাহিনী। অনেকটা বলে-কয়ে তিনটি ম্যাচেই পাকিস্তানকে হারায় সাকিব-মাশরাফি-তামিম-মুশফিক-সৌম্যরা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এমআর