ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ইংল্যান্ড জো রুট

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে জো রুটের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে আছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের প্রথম ইনিংসে করা ২৯৯ রানের বিপরীতে ছয় উইকেট হারিয়ে ৩৭৩ রান করেছে ইংলিশরা।

দলটির লিড দাঁড়িয়েছে ৭৪ রান।

আগের দিনে ৭৪ রানে কোন উইকেট না হারিয়ে দিন শেষ করা ইংলিশরা এদিনও দারুণ শুরু করে। তবে অধিনায়ক অ্যালিস্টার কুক ৭৬ ও অন্য ওপেনার জোনাথন ট্রট ৫৯ রান করে আউট হন। মাঝে ইয়ান বেল এক রান করে আউট হলেও চতুর্থ উইকেট জুটিতে রুট ও গ্যারি ব্যালেন্স ১৬৫ রানের জুটি গড়ে বড় লিডের ইঙ্গিত দেন।

ব্যালেন্স ৭৭ রান করে মারলন স্যামুলসের বলে আউট হলেও রুট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। শেষ দিকে অবশ্য মঈন আলী ও বেন স্টোকস দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা।

ক্যারিবীয় বোলারদের মধ্যে শেনন গ্যাব্রিয়েল ও দেবেন্দ্র বিশু দুটি করে উইকেট পান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।