মিরপুর থেকে: অভিষেক ম্যাচেই প্রথম ওভারে ৪ রান দিয়ে শুরু করেন মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারে সাকিব আক্রমণে এসে দেন মাত্র দুই রান।
৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ রান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্যের তৃপ্তি নিয়ে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের টাইগাররা।
এ ম্যাচে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদি আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের হয়ে ব্যাটিং শুরু করতে ক্রিজে আসেন আহমেদ শেহজাদ এবং মুক্তার আলি। আর টাইগারদের হয়ে বোলিং সূচনা করতে আসেন মোস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে তেমন কোনো সাফল্য নেই বাংলাদেশ দলের। পাকিস্তানের বিপক্ষে খেলা সাতটি ম্যাচেই হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজে ব্যাট-বলে যেভাবে জ্বলে উঠেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা তাতে এমন পরিসংখ্যানের সূচকে বর্তমান বাংলাদেশকে মূল্যয়ন করা নেহাত বোকামি ছাড়া কিছুই নয়!
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, হারিস সোহেল, মুক্তার আহমেদ, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমল, উমর গুল, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ রিজওয়ান।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৫
এমআর
** ফিল্ডিংয়ে নামবে টাইগাররা