ঢাকা: অভিষেকেই চমক দেখালেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট শিকারের খাতা খুললেন পাকিস্তানের বিধ্বংসী ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে সাজঘরে ফিরিয়ে।
মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং নামা বাংলাদেশ দলের অধিনায়ক বল তুলেন দেন ১৯ বছর বয়সী পেসার মুস্তাফিজের হাতে।
প্রথম ওভারেই ব্যাটসম্যানদের বেশ কয়েকবার পরাস্ত করেন তিনি। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও পাকিস্তানি ব্যাটসম্যানদের সমীহ ঠিকই আদায় করেন নেন মুস্তাফিজ।
এরপর দ্বিতীয় ওভার করতে এসেও পাকিস্তানি ব্যাটসম্যানদের মনে ত্রাস ছড়ান এই বাঁহাতি পেসার। এরপর তৃতীয় ওভারে এসে আফ্রিদিকে মুশফিকের তালুবন্দি করান মুস্তাফিজ। তিন ওভার বল করেন ১৬ রান খরচ করে ১ উইকেট নেন তিনি।
বিশ্রাম যাওয়া পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি খেলতে নামেন সাতক্ষীরার এই তরুণ গতি তারকা।
৫টি লিস্ট-এ ম্যাচ খেলা মুস্তাফিজুর ৩.৪৫ ইকোনমি রেটে ১২টি উইকেট দখল করেছেন তিনি। এছাড়া ৭টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে তার ঝুলিতে রয়েছে ২৩টি উইকেট।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
এমজেএফ/
** বাঁহাতি পেসার মুস্তাফিজের অভিষেক