ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মদ আর নারীসহ গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
মদ আর নারীসহ গ্রেফতার পাকিস্তানি ক্রিকেটার রাজা হাসান

ঢাকা: পাকিস্তান ক্রিকেটের কি দুঃসময় আবারো চলে এসেছে? সফরকারী পাকিস্তান বাংলাদেশে এসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হেরেছে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও লজ্জা পেয়েছে সফরকারীরা।

এর ঘোর কাটতে না কাটতেই দেশটির ক্রিকেটে আবারো কলঙ্কের কালি লাগলো।

ডোপ টেস্টে নিষিদ্ধ হওয়া স্পিনার রাজা হাসানকে নিয়ে পাকিস্তান আবারো লজ্জায় পড়েছে। ২২ বছর বয়সী এ ক্রিকেটার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

মুসলিম অধ্যুষিত পাকিস্তানে মদ নিষিদ্ধ। সেখানে মদ পান শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর পাকিস্তানি এ ক্রিকেটার মদ্যপ (মদ পানরত) অবস্থায় একটি হোটেলের পার্টি থেকে গ্রেফতার হন।

লাহোর পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় একটি গ্রুপকে পুলিশ গ্রেফতার করে। সেখানে পাকিস্তানের স্পিনার রাজা হাসান ছিলেন। সেখান থেকে তাদের মদ ও নারীসহ (ড্যান্সার) গ্রেফতার করা হয়।

পাকিস্তানের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ আর একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা রাজা হাসান গত জানুয়ারিতে পাকিস্তানের ক্রিকেটে বোর্ডের চালানো ডোপ টেস্টে উর্ত্তিণ হতে ব্যর্থ হন। মালয়েশিয়ায় পাঠানো রাজা হাসানের ডোপ টেস্টে ‘কোকেইন পজেটিভ’ হিসেবে রিপোর্ট আসে। এরপর দেশটির ক্রিকেট বোর্ড থেকে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।