ঢাকা: সফরকারী পাকিস্তানকে স্বাগতিক বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দেয়। একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তান হারে টাইগারদের বিপক্ষে।
শ্রীলঙ্কা সফরে গিয়েও হেরেছে পাকিস্তান ‘এ’ দল। আন-অফিসিয়াল এ ম্যাচের দলটিতে ছিলেন বাংলাদেশ সফরে খেলা মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সাদ নাসিমরা।
শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তানি জুনিয়রদের হার বেশ বড় ব্যবধানেই। লঙ্কানরা এ ম্যাচে ১১৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে।
আগে ব্যাট করা ফাওয়াদ আলমের দলটি ৪৮.১ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন মাত্র ৫ রান। ফাওয়াদ আলম করেন ইনিংস সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া টাইগারদের বিপক্ষে খেলে যাওয়া আরেক ব্যাটসম্যান সাদ নাসিম করেন মাত্র ২ রান।
২০৪ রানের জবাবে ৩২.২ ওভার খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান জুনিয়ররা। দলের হয়ে ১১৪ রানের ইনিংস খেলেন কুশল পেরেরা। এছাড়া ৫৭ রানে অপরাজিত থাকেন লঙ্কান দলপতি আশান প্রিয়াঞ্জন।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ২৭ এপ্রিল ২০১৫
এমআর