ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের কোচ নির্ধারণে শচীন-গাঙ্গুলী-দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
ভারতের কোচ নির্ধারণে শচীন-গাঙ্গুলী-দ্রাবিড় ছবি: সংগৃহীত

ঢাকা: কে হচ্ছেন ভারতের জাতীয় দলের কোচ? আগামী মাসে শেষের দিকে অপেক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগেই নতুন কোচ নির্ধারণের জন্য উপদেষ্টার ভূমিকায় থাকতে পারেন তিন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

অচিরেই উপদেষ্টা কমিটি গঠন করা হবে নিশ্চিত করে বিসিসিআই। ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ছাড়াও অনিল কুম্বলে উপদেষ্টা কমিটিতে যুক্ত হতে পারেন। রোববার (২৬ এপ্রিল) কোলকাতায় বোর্ড কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিসিআই’র প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া ও সেক্রেটারি অনুরাগ ঠাকুর।

উক্ত মিটিংয়ে বোর্ড কমিটির সদস্যরা ডালমিয়াকে উপদেষ্টা কমিটি অনুমোদনের প্রস্তাব দেয়। এ কমিটির কাছ থেকে ভারতের নতুন কোচ নির্ধারণে উপদেশসহ ভারতীয় ক্রিকেটের সার্বিক উন্নয়নের বিষয়ে পরামর্শ নেওয়া হবে। তবে, কোচ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রেসিডেন্ট ও সেক্রেটারি।

সম্প্রতি ভারতের কোচ হওয়ার আগ্রহকে কেন্দ্র করে গাঙ্গুলীকে ঘিরে গুজব ছড়ায়। তবে, বিসিসিআই’র পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটে গাঙ্গুলীর যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও তাকে প্রধান কোচের বিবেচনায় রাখা হয়নি। কিন্তু, পরামর্শক হিসেবে তিনি সহ যে কেউ নিয়োগ পেতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।