ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বোলারদের দাপটে ১৭৯ রানে গুটিয়ে গেছে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। বৃহস্পতিবার চারদিনের ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটি বোলারদের দাপটে শেষ হয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টসে হেরে ব্যাটিংয়ে নামে সেন্ট্রাল জোন। ৫৭ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে কোনঠাঁসা হয়ে পড়ে মোশাররফ হোসেন রুবেলের দল। এর পর মেহরাব হোসেন (জুনি:) ও মোশাররফ হোসেন প্রতিরোধ গড়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৭৩ রান।
দলীয় ১৩০ রানে মেহরাব হোসেন ৪৩ রান বিদায় নেন। এর পর দ্রুত আরো দুটি উইকেট হারায় সেন্ট্রাল জোন। দলীয় ১৫১ রানে অষ্টম উইকেট হারানোর পর জাবিদ হোসেন ও ইলিয়াস সানী নবম উইকেটে আরো ২৫ রান যোগ করেন।
সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মোশাররফ হোসেন রুবেল।
কামরুল ইসলাম রাব্বি তিনটি, আবু জায়েদ নাবিল সামাদ দুটি করে উইকেট নেন। এছাড়া আবুল হাসান ও অলক কাপালী একটি করে উইকেট নেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় মাঠে বৃষ্টি হানায় প্রায় এক ঘন্টা খেলা বন্ধ থাকে। সারাদিনে ৭৬.৪ ওভার খেলা সম্পন্ন হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসকে/এমএমএস