ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাক স্কোয়াডে যোগ দিচ্ছেন ভাট্টি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ৩, ২০১৫
পাক স্কোয়াডে যোগ দিচ্ছেন ভাট্টি বিলাওয়াল ভাট্টি

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য পাকিস্তান দলে যোগ দিতে ঢাকায় আসছেন তরুণ পেসার বিলাওয়াল ভাট্টি। সোমবার (০৪ মে) সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের লিয়াঁজো অফিসার ফাহিম মুনতাসির সুমিত।

   

পাকিস্তান দলের ইনজুরি আক্রান্ত ক্রিকেটার রাহাত আলীর বদলি হিসেবে ভাট্টিকে বেছে নেয় দেশটির ন্যাশনাল সিলেকশন কমিটি। পাকিস্তান ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করছিলেন ডানহাতি এই পেসার।

আগামী ৬ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। খুলনায় সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়।

বিলওয়াল ভাট্টি পাকিস্তানের হয়ে এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৬টি উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। ২০১৪ সালের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, মে ০৩, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।